জলপাইগুড়ি, ১৯ এপ্রিলঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ির সাংবাদিকরা। পাশাপাশি প্রায় শতাধিক পথ কুকুরদের ভাত ও মাংস খাওয়ানোর ব্যবস্থা করে সাংবাদিকরা।
রবিবার জলপাইগুড়ি ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় প্রায় ২৫টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন সাংবাদিকরা। এদিন প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল,এক কেজি ডাল,এক প্যাকেট সোয়াবিন, একটি সাবান,এক প্যাকেট বিস্কুট, তেল ও দশটি করে ডিম দেওয়া হয়েছে।
এই কাজে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সভাপতি পিনাক প্রিয় ভট্টাচার্য ও সম্পাদক সান্তুনুকর বিশেষভাবে এই মহৎ কাজে এগিয়ে এসেছেন।