জলপাইগুড়ি,২৬ জুলাইঃ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতীকী অবরোধ AIDSO-এর।
সোমবার জলপাইগুড়ির কদমতলা মোড়ে প্রতীকী অবরোধে সামিল হন সংগঠনের ছাত্র নেতা-কর্মীরা।আন্দোলনকারীদের দাবি,বর্তমানে সবকিছুই খোলা রয়েছে।শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে রাখা হয়েছে।এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে।তাদের দাবি সকল পড়ুয়াদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক।পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজের ফি মকুব, উচ্চ মাধ্যমিক পাশ সকল পড়ুয়াদের কলেজে ভর্তির ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে।
অন্যদিকে এদিন ডি আই অফিসেও বিক্ষোভ দেখান সংগঠনের নেতা কর্মীরা। বিভিন্ন দাবি নিয়ে ডিআই অফিসে স্মারকলিপিও প্রদান করেন তারা।