জলপাইগুড়িতে পরিবহনকর্মী ও হকারদের টিকাকরণ কর্মসূচী শুরু

জলপাইগুড়ি,১৩ মেঃ জলপাইগুড়িতে পরিবহনকর্মী ও হকারদের টিকাকরণ কর্মসূচী শুরু হল।এছাড়াও জানা গিয়েছে, আজ থেকে জলপাইগুড়িতে চালু হচ্ছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচীও৷তবে লাইনে দাড়ালেই এই টিকা মিলবে না।পুরো প্রক্রিয়াটি চলবে জেলাশাসকের তত্ত্বাবধানে ও স্বাস্থ্যদপ্তরের পরিচালনায়।


জানা গিয়েছে, জেলাশাসকের দপ্তর থেকে যে কতগুলি নথিভুক্তকরণ করা নাম আসবে,  কেবল তাদেরকেই দেওয়া হবে এই টিকা।আপাতত ৩০০ জন করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায়।এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।জলপাইগুড়ি জেলা হাসপাতালের প্রশাসনিক ভবন সংলগ্ন পি পি ইউনিটে চলছে এই টিকাকরণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş