শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে জুয়া ও নেশার আসর। প্রতিবাদ করায় ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা।এদিকে দীর্ঘদিন ধরে গ্রামে এভাবেই নেশায় আসক্তরা দাদাগিরি করে চলেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন কৃষ্ণনগর কলোনির।
সেখানে সাহু নদী পাশ্বর্বতী এলাকায় মাঠগুলিতে সকাল থেকে জুয়া ও নেশার আসর বসছে বলে অভিযোগ।এর আগেও অনেকেই মানা করেছে।পাল্টা বাসিন্দাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
রবিবার রাতে এলাকার বাসিন্দা বিজয় রায় কয়েকজনকে জুয়ার ও নেশার আসর বন্ধ করতে বলেন। এরপরই কয়েকজন মিলে বিজয় রায়ের উপর হামলা করে। তাঁর মাথায়, নাকে মারা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এদিকে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর কলোনিতে মাঠগুলিতে দিনভর জুয়ার আসর ও মদ, মাদকের আসর বসছে বলেই অভিযোগ।
রবিবারের হামলার ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন গ্রামবাসীরা। সোমবার আমবাড়ি ফাঁড়িতে জখম ব্যক্তির পরিবার অভিযোগ দায়ের করেছে।