শিলিগুড়ি, অক্টোম্বরঃ পিকনিক চলাকালীন বচসা। এরপরই এক যুবককে চড় মারার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। মার খেয়ে অভিমানে বাড়িতে গিয়ে আত্মঘাতী হলেন যুবক।
শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিজয় সরকার। তিনি ট্যাঙ্কার গাড়িতে কাজ করতেন। মহালয়াতে বাড়ির সামনে স্থানীয় কয়েকজন মিলে পিকনিক করছিলেন। সেই পিকনিকে বিজয় সরকারের ভাইও ছিল। কোনও বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। সেই বচসা মিটমাটও হয়ে যায়।
বিজয়ের পরিবারের অভিযোগ, সন্তোষ সাহানী নামে এক পাড়ারই বাসিন্দা এক ব্যক্তি বিজয়কে মারধর করে। এরপরই সন্তোষ কেন মারধর করেছে তা নিয়ে প্রতিবাদ করেন যুবকের পরিবার। কিন্তু অভিযোগ ফের সন্তোষ সাহানী এসে বিজয়কে চড় মারে। এরপরই রেগে পিকনিক ছেড়ে বাড়িতে চলে আসে বিজয়। কিছুক্ষণ পর বাড়ির পেছন দিকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর।
দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ হয়ে সন্তোষ সাহানির গাড়ি ভাঙচুর করা হয়। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিজয় সরকারের দেহের ময়নাতদন্ত হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই বাড়িতে নেই সন্তোষ সাহানি ও তাঁর পরিবার।