শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ পুরোনো শত্রুতার জেরে অপহরণ, এরপর মুক্তিপণ দাবী।শিলিগুড়ি সংলগ্ন আশিঘর ফাঁড়ি অন্তর্গত ভবেশ মোড় এলাকার ঘটনা।
জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে ভবেশ মোড় এলাকার একটি পানের দোকানে বসেছিলেন অবিনাশ পন্ডিত।সেইসময় একটি স্কুটিতে করে দুই দুষ্কৃতি এসে অবিনাশ পন্ডিতকে জোর করে অপহরণ করে নিয়ে যায়।
অভিযোগ, অপহরণ করার পর গভীর রাতে যুবকের পরিবারের সদস্যদের ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা।এরপর ছেলেকে ফিরিয়ে আনতে এক লক্ষ টাকা নিয়ে অপহরণকারীদের দেওয়া ঠিকানায় পৌঁছে যান যুবকের বাবা।এদিকে অপহরণকারীদের ধরতে পুলিশও ঘাঁটি গেড়ে ছিল।কয়েকঘণ্টা পর অবিনাশ পন্ডিতকে এনজেপি এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
অবিনাশ পন্ডিতের অপহরণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আশিঘর ফাঁড়ি ও এনজেপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।ধৃতদের নাম পিন্টু মন্ডল, রাহুল রায়, সুজন কুন্ডু, হার্দিক কুমার এবং রোশন লামজাদে।হার্দিক কুমার গুজরাট, রোশন লামজাদে নেপাল ও বাকি তিনজন শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, একটি অপহরণের ঘটনা সামনে এসেছে।তবে অপহরণের পেছনে কি কারণ রয়েছে তা এখনও পরিষ্কার নয়।অপহৃত যুবক অবিনাশ পন্ডিত পুলিশের কাছে সম্পূর্ণ বয়ানও দিতে পারেনি।ঘটনায় ৫ জনকে গ্রেফতার করার পর আদালতে পেশ করে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।