ফুলবাড়িতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য

রাজগঞ্জ, ৫ মেঃ ফুলবাড়িতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য।মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনতলায়।মৃতের নাম মইদুল আলম (২৬)।ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্তের নাম মুজিবর রহমান।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেশকয়েকজন যুবক পশ্চিম ধনতলায় মহানন্দা নদীর চরে জুয়া খেলছিল।সেইসময় মইদুল আলম এবং মুজিবর রহমানের সঙ্গে কোনো বিষয়ে বিবাদ বাঁধে।পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত হয়।অভিযোগ, মুজিবর রহমান মইদুলকে ব্যাপক মারধর করে।এরপর মইদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, মৃত যুবকের কয়েকদিন বাদে বিয়ে।তার আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।এদিকে ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত।তবে গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *