শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।ঘটনাটি ঘটেছে আশিঘর ফাঁড়ি অন্তর্গত নরেশ মোড় এলাকায়।মৃত যুবকের নাম প্রসনজিৎ শাহ।
জানা গিয়েছে, প্রসনজিৎ কলকাতায় পড়াশোনা করতো।কয়েকদিন আগে ছুটিতে নিজের বাড়িতে আসে যুবক।আজ সকালে ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রেমের সম্পর্ক বা অন্য কোনও কারণে যুবক সম্ভবত মানসিক চাপে ছিল।এরজন্যই এমন পদক্ষেপ নেয় সে।এই বিষয়ে যুবকের পরিবারের সদস্যরাও কিছু বলতে রাজি হননি।গোটা ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।