শিলিগুড়ি,২৩ নভেম্বর: শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরের বিনয় মোর এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল।ঘটনায় আটক করা হয়েছে মৃতের স্ত্রী, শ্যালক, শ্বশুর ও শাশুড়িকে।মৃতের নাম সঞ্জয় দাস।
জানা গিয়েছে, প্রায় চার বছর আগে এলাকারই বাসিন্দা সম্পা রায়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয় সঞ্জয়ের।বিয়ের কয়েক মাস পর থেকে শুরু হয় অশান্তি। পরিস্থিতি খারাপ হওয়ায় নিজের বাড়ি ছেড়ে এলাকাতেই ভাড়া বাড়িতে শুরু করে সঞ্জয়।সেখানেও প্রতিনিয়ত ঝামেলা লেগেই থাকত বলে অভিযোগ।
অভিযোগ, সঞ্জয়কে প্রায়ই হুমকি ও মারধর করতো শ্বশুরবাড়ির লোকজন।এই অত্যাচার সহ্য করতে না পেরে শনিবার ভাড়া বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সঞ্জয়।ঘটনার পর আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠায়।
সঞ্জয়ের পরিবারের দাবি, সম্প্রতি স্ত্রী সম্পা রায়ের মোবাইলে অন্য এক পুরুষের সঙ্গে অশ্লীল ছবি দেখতে পায় সঞ্জয়।এরপরই অশান্তি চরমে ওঠে। মৃত্যুর আগে সঞ্জয় একটি সুইসাইড নোট লিখে গিয়েছে।সেখানে উল্লেখ রয়েছে—স্ত্রী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের কথা।
ঘটনার পর শনিবার সন্ধ্যায় মৃতের পরিবার ও স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবিতে আশিঘর ফাঁড়িতে জমায়েত হন। একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।এরপরই মৃতের স্ত্রী, শ্যালক, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।
