শিলিগুড়ি, ৮ জুলাইঃ ভক্তিনগর থানার অন্তর্গত ইস্টার্ন বাইপাসের কাছে একটি লজে যুবতীকে গণ ধর্ষনের অভিযোগ।ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম মহম্মদ বাবলু।আরও দুই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভক্তিনগর থানার অন্তর্গত ইস্টার্ন বাইপাসে একটি লজে এক যুবতীকে নিয়ে এসেছিলেন ৩ ব্যক্তি।অভিযোগ, যুবতীকে নেশার দ্রব্য খাইয়ে ৩ জনই তাকে ধর্ষণ করে।পরবর্তীকে যুবতীকে লজে রেখেই চলে যায় ৩ জন।
ঘটনার পরই ওই যুবতী আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।ঘটনায় জড়িত আরও দুজনের খোঁজ শুরু করেছে পুলিশ।