রাজগঞ্জ, ২৪ ডিসেম্বরঃ কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ফাটাপুকুরের আশ্রম পাড়ার দুই যুবকের।ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে।বাড়ির একমাত্র ছেলেকে বাঁচাতে সাহায্যের আর্জি পরিবারের।
প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ কাজ থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়ির রাধারবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ফাটাপুকুর আশ্রমপাড়ার দুই যুবক ঋষিকেশ বর্মন এবং মৃন্ময় বর্মনের।
তাদের সঙ্গে একই বাইকে ছিল লক্ষ্মণ বর্মন।গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।একমাত্র ছেলেকে বাঁচাতে সবরকম চেষ্টা করছে গরিব পরিবারটি।চিকিৎসা করাতে এখনও পর্যন্ত ৬ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।ছেলেকে ভালো করতে তুলতে আর প্রচুর টাকার প্রয়োজন।লক্ষ্মণের বাবা বিরাম বাবু চা বাগানে কাজ করেন।এই পরিস্থিতিতে ছেলের প্রাণ বাঁচাতে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।
এদিন বিরাম বর্মন বলেন, একমাত্র ছেলে একটি কম্পানিতে কাজ করছিল দুবছর ধরে।কয়েকদিন আগে বাইকে বাড়ি ফিরছিল তিন বন্ধু মিলে।আসার পথে দুর্ঘটনার শিকার হয় তিনজনই।ছেলের দুই বন্ধু মারা গিয়েছে।লক্ষ্মণ কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছে।ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি সে।চিকিৎসা করাতে এখনও অনেক টাকার দরকার।এই অবস্থায় যদি কোনও সংস্থা বা সংগঠন বা সরকারি সাহায্য মেলে তবে ছেলের চিকিৎসা করাতে পারবো বলে জানান তিনি।