নকশালবাড়ি, ৮ সেপ্টেম্বরঃ পড়ুয়াদের মধ্যে সংসদীয় গনতন্ত্র সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আন্তঃ বিদ্যালয় ব্লক যুব সংসদ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হল নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
বৃহস্পতিবার নকশালবাড়ি ব্লকের সাতটি স্কুল নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানিডাঙ্গা কালারাম হাইস্কুল, বাগডোগরা চিত্তরঞ্জন হাইস্কুল, বাগডোগরা বালিকা বিদ্যালয়, বেলগাছি হাইস্কুল, বাগডোগরা শুভমায়া সূর্যনারায়ন হাইস্কুল, হাতিঘিসা হাইস্কুল যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ চাকলাদার, প্রতিযোগিতার পর্যবেক্ষক রুদ্র সান্ন্যাল সহ অন্যান্যরা।