শিলিগুড়ি, ২৭ জুন: মৃতের পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম গোস্বামী।খাদ্যসামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য দুধের প্যাকেট তুলে দেন তিনি।
প্রসঙ্গত, গত ১১ জুন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনির বাসিন্দা সঞ্জয় দাস।পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয় মহানন্দা নদী থেকে।এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর পর থেকেই পরিবারে নেমে আসে অভাব। এরপরই পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গৌতম গোস্বামী। এদিন খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি পরিবারের এক শিশুর পড়াশোনার দায়িত্ব নেন তিনি।
গৌতম গোস্বামী বলেন, সঞ্জয় দাস দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।দোষীদের কঠোর শাস্তির দাবী জানান তিনি।