শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ কাজ সেরে বাড়ি ফেরার পথে টাকা ছিনতাই সহ দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হল বেশকয়েকজন যুবক।ঘটনাটি ঘটেছে সাহুডাঙি এলাকায়।ঘটনার পরই এনজেপি থানায় করা হয়েছে অভিযোগ দায়ের।
জানা গিয়েছে, এনজেপির সাউথ কলোনী মজদুর বস্তি এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাস তার কয়েকজন সহযোগীদের সঙ্গে প্ৰতিদিনের মত মঙ্গলবারও কাজে যায়।রাতে তারা একটি টোটো করে আসার সময় সাহুডাঙি এলাকায় কিছু যুবক তাদের উপর হামলা করে।ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।মাথায় গুরুতর চোট পান প্রসেনজিৎ।তাদের কাছ থেকে প্রায় ৬ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতিরা।
পরবর্তীতে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।