শিলিগুড়ি,২ মেঃ সাইনবোর্ডের কাজ করতেন। কিন্তু লকডাউনের জন্য গত ১ মাস ধরে কাজ নেই গণেশ দাস, মহম্মদ রাশিদ এর মতো অনেকেরই। এদিকে সকলের রয়েছে পরিবার। এই অবস্থায় সংসার চালাতে কোনোদিন মাছ নিয়ে রাস্তায় বসছেন। কোনোদিন সবজি বিক্রি করে কিছু টাকা আয় হচ্ছে। সেই যুবকদের ব্যবসার জন্য জায়গা খোঁজার প্রচেষ্টা নিল পুলিশ।
শনিবার লকডাউনের জন্য হাসপাতাল মোড়, কোর্টমোড়ে টহল দিচ্ছিলেন শিলিগুড়ি থানার আইসি ও থানার পুলিশ কর্মীরা। সেসময় কিছু যুবককে দেখেন হাসপাতালের কাছে মাছ বিক্রি করছে। তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, একসময় তারা সাইনবোর্ডের কাজ করতেন। কিন্তু এখন কাজ না থাকায় সংসার চালানোর জন্য মাছ বিক্রি করতে হচ্ছে।
এরপরই আইসি তাদের জানান, হাসপাতালের সামনে এভাবে মাছ বিক্রি করা যাবেনা। অন্যত্র জায়গা খুঁজে সেখানে তাদের বসানো হবে। সেজন্য অনুমতি বা যা যা করণীয় তা পুলিশই করবে। এরপরই তাদের থানায় আসার কথা জানান তিনি।