বাগডোগরা, ৪ জানুয়ারিঃ বাগডোগরার গোঁসাইপুর নতুনপাড়ায় সুস্বাস্থ্য কেন্দ্রের পেছন থেকে রহস্যজনকভাবে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম অভি গুহ (৩২) ওরফে গোড়া। বাগডোগরা পুটিমারিতে ভাড়া থাকতো যুবক।
জানা গিয়েছে, গতকাল রাতে কয়েকজন মিলে মদের আসর বসায় সুস্বাস্থ্য কেন্দ্রের পেছনে। সকালে যুবককে মৃত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে জলের বোতল, মদের গ্লাস, পরনের টুপি সহ একাধিক জিনিস উদ্ধার করেছে পুলিশ।তবে কিভাবে যুবকের মৃত্যু হল তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
এই বিষয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, সুস্বাস্থ্য কেন্দ্রের পেছনে মদের বসানোর বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে।
