সাহুডাঙ্গি সংলগ্ন বানিয়াপাড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের  

রাজগঞ্জ, ১৯ জুনঃ সাহুডাঙ্গি সংলগ্ন বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার।খুনের অভিযোগ তুললো পরিবার।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।  


বুধবার সকালে ফুলবাড়ি-গজলডোবা ক্যানেল রাস্তায় সাহুডাঙ্গী এলাকার রেলের উড়ালপুলের কাছ থেকে যুবকের দেহ উদ্ধার হয়।মৃত যুবকের নাম বিমান দাস, বয়স ২০ বছর।বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকার বাসিন্দা ছিলেন যুবক।এদিন ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা বেশকিছুক্ষন পথ অবরোধ করেন।অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকার হংসধর দাসের ছেলে বিমান দাস।সাহুডাঙ্গি এলাকার একটি ক্যুরিয়ার সংস্থার গোডাউনে কাজ করতেন ওই যুবক। প্রতিদিনের মত মঙ্গলবারও কাজে গিয়েছিলেন।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাজ থেকে বের হন।সেখান থেকে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।কিন্তু বাড়ি ফেরেননি।পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পায়নি।এরপর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ফুলবাড়ি-গজলডোবা ক্যানেল রাস্তায় সাহুডাঙ্গী এলাকার রেলের উড়ালপুলের কাছ থেকে তার দেহ উদ্ধার হয়।যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ।তারও সন্দেহ ওই যুবককে খুন করা হয়েছে।

ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানা ও আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *