ফালাকাটা,৩ মার্চঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বর ময়মনসিংহ পাড়া এলাকায়।মৃতের নাম সঞ্জীব বর্মন(২৬)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের ঘরে গান শুনছিল সঞ্জীব।রাত বাড়লে খাওয়া-দাওয়ার জন্য তার তার পরিবারের লোকজন ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকেদের।পরে পরিবারের লোকজন শোবার ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এরপরই ঘটনার খবর দেওয়া হয় জটেশ্বর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
বুধবার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।