চোপড়া, ১৭ জুলাইঃ চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লীতে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে যুবতির মা মেয়েকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা খুলে দেখেন মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।