শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ পরিবারের মত ছিলনা। এরপর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল যুবতী। বিয়ের কয়েকমাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির সুকান্তপল্লী এলাকায়।
মৃতের নাম প্রিয়াঙ্কা মিত্র। জানা গিয়েছে শুভম মিত্র নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল যুবতীর। বাড়িতে সেকথা জানিয়েছিল। কিন্তু পরিবার সেই সম্পর্ক মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ে করে যুবতী। শুক্রবার সকালে প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই পরিবারের সদস্যরা জানান বিয়ের পর থেকে মেয়ের উপর অত্যাচার করা হতো।মৃত প্রিয়াঙ্কা মিত্রের বাবা ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রকাশ চন্দ্র দাস। তিনি জানান, মেয়ে পর্যটন দপ্তরে কর্মরত ছিল। বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কার স্বামী শুভম মিত্র ও তাঁর পরিবার নানান ভাবে অত্যাচার চালাতো মেয়ের উপর। শুক্রবার সকালে প্রিয়াঙ্কার ঝুলন্ত দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য না করতে পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এমনটাই লিখেছে প্রিয়াঙ্কা।
এদিন ঘটনার পর প্রিয়াঙ্কার স্বামী শুভম মিত্রকে আটক করেছে এনজেপি থানার পুলিশ।
