আলিপুরদুয়ার, ১৯ অক্টোবরঃ আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ নেতাজীপল্লী এলাকায় এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম মেথি বিশ্বকর্মা(৮৪)।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়িতে বৃদ্ধার ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।