শিলিগুড়ি, ২৫ জুনঃ মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থানাধিকারী জুনাইনা পারভিনকে সংবর্ধনা জানালো সারদা শিশু তীর্থ হাইস্কুল।
শনিবার স্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়।জুনাইনার পাশাপাশি ওই স্কুলের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিলিগুড়ির বিশিষ্ট শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
এদিন জুনাইনাকে ডঃ প্রণবেশ রায় স্মৃতি মেধা পুরস্কার হিসেবে ৩২,০০১ টাকা তুলে দেওয়া হয়েছে।