শিলিগুড়ি, ৭ জুলাইঃ আগামীকাল পঞ্চায়েত নির্বাচন।যার প্রস্তুতি প্রায় শেষ।তাঁর আগে শিলিগুড়ি জংশনে আটকে পড়লেন বহু ভোটার।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য বেশকিছু বাস নেওয়া হয়েছে।যে কারণে বাসের সংখ্যা কমে গিয়েছে।এদিকে আগামীকাল ভোটের জন্য অনেকেই বাড়িতে ফিরছেন।এরফলে বেড়ে গিয়েছে যাত্রী সংখ্যা।বাসের সংখ্যা কম থাকার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।এদিন কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাথাভাঙা, জলপাইগুড়ি, রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গার বাস পাননি অনেকে।বাস পেলেও যাত্রী সংখ্যা প্রচুর ছিল।
এদিন যাত্রীরা বলেন, আগামীকাল ভোটের জন্য বাড়ি যাচ্ছি।কিন্তু বাস পাওয়া যাচ্ছে না।এদিকে টিকিটের জন্য দীর্ঘ লাইন।এদিন এনবিএসটিসি বাস স্ট্যান্ডে শতাধিক যাত্রী বাড়ি ফেরা নিয়ে চিন্তায় পড়েন।