পথ দুর্ঘটনা রুখতে জংশন ট্রাফিক গার্ডের তরফে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন

শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ পথ দুর্ঘটনা রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ডের তরফে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল।


এই কর্মসূচির মধ্য দিয়ে জংশন ট্রাফিক গার্ডের তরফে স্কুটি বা বাইক চালানোর সময় পেছনে বসা আরোহীর হেলমেট পরা, চারচাকা গাড়ি চলানোর সময় সিট বেল্ট লাগানোর গুরুত্ব সম্পর্কে ডেমোর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচির আওতায় একটি ট্যাবলোও বের করা হয়।

প্রতিবছরের মত এবছরও ১ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত শিলিগুড়িতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির আয়োজন করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এদিন জংশন গার্ডের তরফে এই অভিযান শুরু করা হয়।এদিন কর্মসূচির উদ্বোধন করেন কমিশনার গৌরব শর্মা।


কমিশনার গৌরব শর্মা বলেন, ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী ৬ লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন।আরও ১ রিপোর্ট অনুযায়ী প্রতি ২২-২৫ মিনিটের মধ্যে পথ দুর্ঘটনায় বিশ্বে একজনের মৃত্যু হয়।এটা খুবই উদ্বেগের বিষয়।এই কারণে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে সফল করতে এবং পথ দুর্ঘটনা কমাতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।তবেই এই অভিযান পুরোপুরি সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 780casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom Girişdeneme bonusuJojobet Girişcasibom girişcasibomJojobet GirişCasibomCasibomcasibomcasibom girişcasibom güncel girişHoliganbet Giriş