শিলিগুড়ি,৮ জুনঃ ট্রাফিক পুলিশের বাইক পেট্রোলিং শহরে।ট্রাফিক আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জংশন ট্রাফিক গার্ডের তরফে বাইক পেট্রলিং শুরু হয়েছে।
বর্তমানে কিছুটা শিথিল করা হয়েছে বিধিনিষেধ।এরফলে স্বাভাবিকভাবে রাস্তায় যানজট লক্ষ্য করা যাচ্ছে।তবে বহু মানুষ হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন।এর বিরুদ্ধেই পুলিশের অভিযান।
মঙ্গলবার শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের তরফে বাইক পেট্রোলিং করে দার্জিলিং মোড়, চাম্পাসরি মোড় সহ শহরের বিভিন্ন রাস্তায় মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হয়।পাশাপাশি রাস্তায় অবৈধভাবে পার্কিং নিয়েও মানুষকে সচেতন করা হয়।
জংশন ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে হেলমেটবিহীন অবস্থায় কাউকে গাড়ি চালাতে দেখা গেলে ও রাস্তায় অবৈধভাবে পার্কিং করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।প্রতিদিনই পুলিশের এই অভিযান চলবে।