উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো আগামী জুন মাসে হবে।একাদশ শ্রেণীর সব পরীক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়া হবে।বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, করোনা সতর্কতায় আগেই স্থগিত করা হয়েছিল উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা।পরবর্তীতে শিক্ষা দফতর সিদ্ধান্ত নেয় প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করানো হবে।
এবার একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী জুন মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হবে।তবে কবে কোন পরীক্ষা হবে সে বিষয়ে এখনই কিছু বলা হয়নি।
এছাড়াও তিনি বলেন, মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে।খাতা দেখা চলছে।ফল প্রকাশ করা হবে।করোনার প্রকোপ কমলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের কেবলমাত্র ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে।