বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যাঙডুবির জঙ্গলকে পরিষ্কার রাখার উদ্যোগ বনবিভাগের

বাগডোগরা, ৩ জুনঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  ব্যাঙডুবির জঙ্গলকে পরিষ্কার রাখার উদ্যোগ নিল বনবিভাগ।জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে যৌথভাবে আগামী সাতদিন জঙ্গল পরিষ্কার করার অভিযানে নামলো বাগডোগরা রেঞ্জ।


জঙ্গলে পর্যটকেরা বেড়াতে এসে প্লাস্টিক ক্যারিব্যাগ ও জলের বোতল যত্রতত্র ফেলে দেন।জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করতেই এই কর্মসূচি।

এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, মানুষের  সচেতনতার অভাব রয়েছে।নজরে আসলে কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হলেও সম্পূর্ণভাবে এই সমস্যা নিরসন করা যায়নি।বিশ্ব পরিবেশ দিবসের  প্রাক্কালে জঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্যে সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে জঙ্গলের পরিবেশকে দূষণ মুক্ত রাখার বার্তা দেন তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş