নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বরঃ আরজি করের ঘটনায় আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সোমবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জুনিয়ার চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছে।
এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দিতে হবে।তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না।তবে আগামিকাল বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।এরপরেও যদি কোনও চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগসুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।