শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ এনজেপি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলছিল রমরমিয়ে জুয়ার আসর।শনিবার সকালে জুয়ার আসরে হানা দিল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, এনজেপি থানার ঠিক উলটো দিকে শান্তিপাড়া রেলের আন্ডারপাসের কাছেই বসে জুয়ার আসর।বিভিন্ন জায়গা থেকে জুয়ারীরা আসে সেখানে।শনিবার সকালে সেই জুয়ার আসরে হানা দেয় পুলিশ।পুলিশকে দেখে অনেকেই পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।পুলিশের জালে ধরা পরে ৭ জুয়ারী।
পরবর্তীতে ফের এনজেপি’র নেতাজী মোড়ে জুয়ার আসরে হানা দিয়ে ৭ জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু নগদ অর্থ,মোবাইল,একটি স্কুটি সহ একাধিক সামগ্রী।