রাজগঞ্জ,২৮ নভেম্বরঃ একই রাতে পরপর ছয়টি দোকানে চুরির চেষ্টা, চাঞ্চল্য রাজগঞ্জের ফাটাপুকুরে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার ফাটাপুকুর মোড়ের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে টাকার দেরাজ টানাটানি করেছে দুষ্কৃতীরা। যদিও বিশেষ কিছু চুরি যায়নি। তবে একটি মিষ্টির দোকানের গ্রিল ভেঙে সিসিটিভির হার্ডডিস্ক চুরি করেছে। সেই সঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ কয়েক হাজার টাকাও চুরি হয়েছে। এছাড়া আরো কয়েকটি দোকানে চুরির চেষ্টা চালায় চোরেরা। বিষয়টি রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।