রাজগঞ্জ, ৩০ মেঃ ভিনরাজ্য থেকে ফেরত শ্রমিকদের কোয়ারেন্টাইন রাখার প্রস্তুতি নিতে শনিবার ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করা হল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও এন সি শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জেলা পরিষদের কর্মাদক্ষ দেবাশীষ প্রামাণিক, বিএমওএইচ শুভদীপ সরকার এবং রাজগঞ্জ থানার আধিকারিকরা।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু ও দিল্লি থেকে আসা পরিযায়ী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে।বর্তমানে ব্লকে দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রয়েছে।এছাড়া রাধাবাড়ি এলাকার জৈন ভবন ও শিলিগুড়ির দুই-মাইল এলাকার মারোয়াড়ি ভবন চিহ্নিত করা হয়েছে।প্রতিটি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে নিজ নিজ এলাকায় কতজন শ্রমিক ওই রাজ্যগুলিতে আছে তার হিসেব দিতে বলা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের থেকে পাওয়া হিসেব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে এলাকার ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালাবে।