শিলিগুড়ি,২০ জুনঃ শিলিগুড়ির রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে রেল।কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা।সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন রেলের সুরক্ষা কমিশনার।ইতিমধ্যেই রেলের সুরক্ষা কমিশনের সামনে ১০ জনের বয়ান নেওয়া হয়েছে।বৃহস্পতিবার আরও ৬ জন রেল কর্মীর বয়ান নেওয়া হয়।
এদিন এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।রাঙাপানি থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত যেসমস্ত রেল কর্মী কর্মরত রয়েছেন সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তিনি আরও জানান, প্রথমে মনে করা হচ্ছিল যে, মালগাড়ির চালক সিগন্যাল না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।এখন তা মনে করা হচ্ছে না।সকল রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এখনও পর্যন্ত কাওকেই ক্লিনচিট দেওয়া হয়নি।দুর্ঘটনার সঠিক কারণ জানতে এখনও কিছুদিন আরও সময় লাগবে। বিষয়টি রেলের সুরক্ষা কমিশনার দেখছেন।