শিলিগুড়ি,২ মেঃ কোটি টাকার বিদেশি সোনার বিস্কুট সহ গ্রেফতার এক পাচারকারী।ধৃতের নাম নুর মহম্মদ মিয়াঁ(৬২)।ধৃত কোচবিহারের গীতালদহের বাসিন্দা।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে কোচবিহারের দিনহাটায় পৌছায় এই সোনার বিস্কুট, পরে তা শিলিগুড়ি হয়ে অন্যত্র পাচারের কথা ছিল।যদিও গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বুধবার রাতে ময়নাগুড়ি সংলগ্ন এলাকায় কোচবিহার-শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় ডিআরআই।বাসে থাকা নুর মহম্মদ মিয়াঁকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৪ পিস সোনার বিস্কুট।
এই বিষয়ে সরকারী আইনজীবী রতন বণিক জানান, উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৬২৪ গ্রাম।যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লক্ষ ৭৪ হাজার টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।গোটা ঘটনার তদন্তে নেমেছে ডিআরআই।