শিলিগুড়ি,১২ সেপ্টেম্বরঃ জীবনটা সবে শুরু হয়েছিল। বয়স মাত্র ২৪ বছর। এই বয়সেই না ফেরার দেশে হারিয়ে গেলেন মৃগাঙ্ক চৌধুরী। মৃগাঙ্ক যে নেই তা আর মানতে পারছেন না তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। মৃগাঙ্কের ফেসবুক ওয়ালেও শোকপ্রকাশ করছেন পরিচিতরা।ছোটবেলা থেকে গিটারিস্ট হওয়ার স্বপ্ন ছিল তাঁর।এছাড়াও ছবি তোলারও নেশা ছিল।সেই মৃগাঙ্ককে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
গত শনিবার ফুলবাড়ির তিস্তা ক্যানেলে পড়ে যায় মৃগাঙ্ক। এরপর সোমবার দেহ উদ্ধার হয়। কিন্তু মৃগাঙ্কের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। পরিবারের তরফে শিলিগুড়ির এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই সোমবার মৃগাঙ্কের বন্ধু স্বপ্ননীল নন্দীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। স্বপ্ননীলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মৃগাঙ্কের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার দেহের ময়নাতদন্ত হয়েছে। এদিকে স্বপ্ননীলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্যভেদ করতে তদন্ত শুরু করেছে পুলিশ।