রাজগঞ্জ, ৮ জুনঃ কচ্ছপ পাচার রুখে দিল বেলাকোবা ফাঁড়ির পুলিশ।৩টি কচ্ছপ সহ গ্রেফতার হল দুজন।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে রবিবার দুপুরে বেলাকোবা ফাঁড়ির ওসি অভিজিৎ কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগান সংলগ্ন এলাকা থেকে পাচারের আগেই তিনটি কচ্ছপ উদ্ধার করা হয়।এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম নীলকান্ত রায় (৩৫) ও দিলীপ ওরাওঁ (৩৩)।দু’জনেই জলপাইগুড়ি কোতোয়ালী থানার সাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া তিনটি কচ্ছপের মোট ওজন প্রায় ৩৩ কেজি।এই কচ্ছপগুলি বিহার থেকে শিলিগুড়ি হয়ে বেলাকোবায় আনা হয়।বেলাকোবা ও তার পাশ্ববর্তী এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে ছিল। তবে তার আগেই কচ্ছপ তিনটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া কচ্ছপগুলি এবং ধৃত দুজনকে বেলাকোবা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
