কোচবিহার, ১৫ নভেম্বরঃ ফের কোচবিহারের ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের শিবদীঘিতে কচ্ছপের (মোহন) মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।
মঙ্গলবার সকালে বানেশ্বর শিবদীঘিতে একটি কচ্ছপের মৃতদেহ ভেসে ওঠে।এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে।বনদপ্তরের কর্মীরা পৌঁছে মৃত কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এক মাসের মধ্যে প্রায় সাতটি কচ্ছপের মৃত্যু হয়েছে বানেশ্বর শিবদীঘিতে।স্থানীয় প্রশাসন ও দেবত্র ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ।কোচবিহার বানেশ্বর শিব দিঘির ঐতিহ্য এই কচ্ছপ।একের পর এক কচ্ছপের মৃত্যু হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, সঠিক ভাবে এদের খাওয়া দেওয়া হয় না। প্রশাসনের সঠিক নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।