রাজগঞ্জ, ২১ অক্টোবরঃ ফের কাচের বোতলের আড়ালে কাঠ পাচারের চেষ্টা।পাচারের আগে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় গ্রেফতার ২।
শুক্রবার সকালে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌরি এলাকা থেকে ট্রাক বোঝাই প্রায় ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করে বনকর্মীরা।এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম উপেন্দ্র কুমার জয়সওয়াল ও সন্তোষ সিং।ধৃত দুজন উত্তরপ্রদেশ ও কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, গোয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।