রাজগঞ্জ, ১০ নভেম্বরঃ কদর কমেছে মাটির প্রদীপের।তাই পেশা বদল করেছেন রাজগঞ্জের কৈমারির মৃৎ শিল্পীরা।তারা এখন শ্রমিকের কাজ করেন।
রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের কৈমারির প্রায় ২০ টি পরিবার কুমোরের কাজ করতেন। মাটির প্রদীপ সহ বিভিন্ন জিনিস তারা তৈরি করতেন।কিন্তু ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়ায় মাটির জিনিসের চাহিদা কমে যাওয়ায় তারা পেশা বদল করেছেন।
তারা বলেন, একদিকে যেমন মাটি পাওয়া যায় না।অন্যদিকে বাজারে চায়না লাইটের রমরমা কারণে মাটির প্রদীপ সহ মাটির তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা কমে গিয়েছে।তাই পেশা বদল করে শ্রমিকের কাজ করছেন।কেউ কেউ বংশগত পেশা ধরে রাখতে শহর থেকে মাটির প্রদীপ ও কিছু প্রয়োজনীয় সামগ্রী এনে বাজারে বিক্রি করছেন।মাটির জিনিসের চাহিদা বাড়লে আবার পুরনো পেশায় ফিরতে পারেন বলে তারা জানিয়েছেন।