শিলিগুড়ি, ২৯ আগস্টঃ ‘বাংলাকে হিংসার রাস্তায় নিয়ে যাচ্ছে মমতা’-আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি এখন কেন্দ্রীয় রাজনীতি না দেখে রাজ্য রাজনীতি দেখুক।’করেঙ্গে ইয়া মরেঙ্গে’ বলছেন,এইভাবে বাংলাকে হিংসার রাস্তায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
বাংলার মানুষ গণতন্ত্রতে বিশ্বাস করেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো গণতন্ত্র নয় হিংসাতে বিশ্বাসী বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা বন্ধ হবে।রাজনীতি হবে রাজনীতির মতন স্বচ্ছ।
এছাড়াও বাংলা শিক্ষায় পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেন।নিট এবং জেইই পরীক্ষা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ৯০% ছাত্রছাত্রীরা রাজি একমাত্র বিঘ্ন ঘটাচ্ছেন মমতা।দিদি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন ঠিক যেভাবে বাংলাকে নষ্ট করেছেন।শেষে তিনি আরও বলেন,দিদির উচিত এই সমস্ত বিষয়ে মাথা না ঘামিয়ে তার আঞ্চলিক সংগঠন ও রাজনীতি দেখা।