ফুলবাড়ি ১৭ এপ্রিলঃ কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ফুলবাড়ির এক যুবক। চারদিন পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় চিন্তায় গোটা পরিবার। নিখোঁজ যুবকের নাম মহম্মদ শাহিদ। তার বাড়ি ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকার। চারদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার শিলিগুড়ির সালুগারা এলাকায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহম্মদ শাহিদ। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর তার খোঁজ না মেলায় গতকাল নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।