পুনরায় কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ ও এডিআরএম কে স্মারকলিপি প্রদান  

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ পুনরায় কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল রেলের অস্থায়ী সাফাই কর্মীরা।এরপর রেলের এডিআরএম কে একটি স্মারকলিপি তুলে দেন তারা।


জানা গিয়েছে, লকডাউনের সময়কাল থেকেই কাজ হারিয়েছেন রেলের ১৭২ জন অস্থায়ী সাফাই কর্মী।বর্তমানে পরিস্থতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও কাজ হারা শ্রমিকেরা।বুধবার পুনরায় কাজে নিয়োগের দাবি জানিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এনজেপি শাখার তরফে একটি মিছিল করে বিক্ষোভ দেখানো হয়।এরপর রেলের এডিআরএম কে স্মারকলিপি তুলে দেওয়া হয়।   

প্রসেনজিৎ রায় জানান, ‘রেলদপ্তর কর্মী ছাটাই এর চক্রান্ত করছে।সেই কারনে লকডাউনে কর্মহীন হওয়া সাফাই কর্মীদের কাজে নিয়োগ করতে চাইছে না।বর্তমানে রেল দপ্তর কম সংখ্যাক কর্মী দিয়ে সাফাইয়ের কাজ চালিয়ে যেতে চাইছে যা কোনভাবেই তারা মেনে নেবে না।প্রয়োজনে আগামীতে বৃহত্তর আন্দোলন নামবেন তারা’।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *