শিলিগুড়ি,১২ জুনঃ লকডাউন, কোভিড-১৯, তাদের গোটা জীবনটাই যেন পাল্টে দিল। দিনমজুরির কাজ করে কেটে যাচ্ছিল জীবন। হঠাৎ করে শুরু হল লকডাউন, পরিবারের পেটে খাবার যোগাতে কাজের আশায় তাদের প্রতিদিন দেখা যেত বাঘাযতীন পার্কের সামনে। তারা কেউ কাঠমিস্ত্রি, কেউ বা রাজমিস্ত্রি, কেউ বা দিনমজুর।
চারদফার লকডাউনের পর আনলক পর্ব শুরু হলেও, বিভিন্ন দোকান বাজার খুলে গেলেও তাদের কাজ এখনও শুরু হয়নি। তাই এখনও প্রতিদিন তারা কাজের আশায় সাইকেল, ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকেন বাঘাযতীন পার্কের সামনে। তবে দিনভর দাড়িয়ে থেকেও মিলছে না কাজ। প্রায় তিনমাস ধরে এই সমস্যারই সম্মুখীন হয়ে রয়েছেন তারা। পরিবারের পেটে ভাত যোগাতে হিমসিম খাচ্ছেন তারা। কবে এর থেকে তারা মুক্তি পাবেন, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশাতেই এখন রয়েছেন তারা।