শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ ‘কাজের ক্ষেত্রে দ্বিচারিতা করছে এসএজেডিএ’।সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকর ঘোষ।
প্রসঙ্গত, নিরাপত্তার তাগিদে পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের প্রায় বেশিরভাগ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।জানা গিয়েছে, এসজেডিএ থেকে বরাদ্দ করা প্রায় দশ লক্ষ টাকা ব্যয় করে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এই ওয়ার্ডে।
এদিকে পুরনিগমে ৪৭টি ওয়ার্ড থাকলেও শুধুমাত্র ২০ নম্বর ওয়ার্ডে কেন এসজেডিএ নিজেদের অর্থ ব্যয় করে ক্যামেরা লাগালো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শংকর ঘোষ।
এদিন শঙ্কর ঘোষ বলেন, এসজেডিএ কাজের ক্ষেত্রে দ্বিচারিতা করছে। সেই জন্যই অন্য ওয়ার্ডকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূলের ওয়ার্ডকে বেছে নিয়েছে এই ক্যামেরা লাগানোর জন্য।তিনি দাবি করেন,অবিলম্বে প্রত্যেকটি ওয়ার্ডে নিরাপত্তার স্বার্থে এসজেডিএ’র এর পক্ষ থেকে ক্যামেরা লাগানো হোক।