শিলিগুড়ি,১৩ সেপ্টেম্বরঃ ‘উন্নয়নের প্রতিশ্রুতির নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে বর্তমান পুরবোর্ড’।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
আগামী ১৫ সেপ্টেম্বর মহকুমা পরিষদ অভিযান এবং ২৩ সেপ্টেম্বর নাগরিক কনভেনশনের আয়োজন করেছে দার্জিলিং জেলা বামফ্রন্ট।সোমবার সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন অশোক ভট্টাচার্য এবং সিপিএম এর জেলা সম্পাদক জীবেশ সরকার।সেখানেই বর্তমান পুরবোর্ডের কাজের সমালোচনায় সরব হন অশোক ভট্টাচার্য।
তিনি বলেন, বর্তমান পুরবোর্ড শুধুমাত্র বড়-বড় প্রতিশ্রুতি দিচ্ছে আর মানুষের সঙ্গে প্রতারণা করছে।উন্নয়নমূলক কোনও কাজ হচ্ছে না।
অন্যদিকে অশোক ভট্টাচার্যের এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে তার সুস্থতার কামনা করেন শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।