শিলিগুড়ি,২১ জুনঃ করোনা অতিমারিতে কাজ হারিয়েছেন বিড়ি শ্রমিকেরা।এই অবস্থায় আর্থিক সঙ্কটে ভুগছেন তারা।পুনরায় কাজ ফিরে পাওয়ার দাবিতে সোমবার শিলিগুড়ির একটি বিড়ি কোম্পানির সামনে বিক্ষোভ দেখাল সংগ্রামী বিড়ি শ্রমিক ইউনিয়ন AIUTUC-এর সদস্যরা।
শ্রমিকেরা জানান, প্রায় দেড় মাস ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন।তারা কেউ ৩০ বছর আবার কেউ তারও বেশি সময় ধরে এই বিড়ি বাঁধার কাজ করে আসছেন।এখন আবার সেই কাজ ফিরে পেতে চাইছেন।এই দাবিতেই আজ বিক্ষোভে নেমেছেন।
সংগঠনের জেলা সম্পাদক জয় লোধ বলেন, আমরা এই বিড়ি মালিক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।কর্তৃপক্ষের তরফে আগামী সপ্তাহের মধ্যে কাজ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।তবে যদি তাদের দাবি পূরণ করা না হয় তবে ফের আন্দোলনে নামবেন তারা।