শিলিগুড়ি,১০ মেঃ লকডাউন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যাভাব।লকডাউনের পর থেকে রাস্তায় বেরোলেই দেখা যায় রাস্তার দুপাশে খাবারের আশায় বসে রয়েছেন অজস্র মানুষ। তাদের মধ্যে কারোর বা রেশন কার্ডও নেই, ফলে রেশন থেকে যে খাদ্যসামগ্রী পাওয়ার কথা সেটাও পাচ্ছেন না।
মাতঙ্গিনী হাজরা কলোনীর বাসিন্দা গীতা রায় জানান, একদিকে যেমন কাজ নেই অন্যদিকে তার রেশন কার্ডও নেই।কাউন্সিলারের অফিসে রেশন কার্ডের কথা জানাতে গেলে বলা হয় লকডাউনের পরে বিষয়টি দেখা হবে।তবে যাদের রেশন কার্ড রয়েছে তারাও খাদ্য সঙ্কটের মধ্যে দিয়েই যাচ্ছেন।যা রেশন পাচ্ছেন তাতে পরিবারের সকলের পেট চলছে না।ফলে প্রতিদিন দিনের বেশিরভাগ সময়টাই তারা খাবারের সন্ধানে শহরজুড়ে ঘুরে বেড়াচ্ছেন।