শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ আগামীকাল থেকে রাজ্যে তথা শিলিগুড়ি জেলা হাসপাতালে শুরু হবে টিকাকরণ।
প্রসঙ্গত, বুধবার রাতেই কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছোয় করোনার ভ্যাকসিন।স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, আগামীকাল দার্জিলিং জেলার ৭টি কেন্দ্র থেকে টিকাকরণের কাজ শুরু হবে।যার মধ্যে রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল।
টিকাকরণের জন্য জেলা হাসপাতালে নির্দিষ্ট একটি জায়গা বানানো হয়েছে।স্বাস্থ্যদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে।দীর্ঘ প্রতীক্ষার অবসানে শনিবার সকাল থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভ্যাকসিনেশনের কাজ শুরু হবে।