শিলিগুড়ি, ২৫ জুনঃ শিলিগুড়িতে কালা দিবস কর্মসূচি পালন করলো বিজেপি।
১৯৭৫ সালের ২৫শে জুন থেকে ১৯৭৭ সালের ২১শে মার্চ অবধি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দেশে জাতীয় জরুরী অবস্থা জারি করেছিল।সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৫শে জুন দিনটিকে কালা দিবস হিসেবে পালন করে বিজেপি।
রবিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে শিলিগুড়ির হাসমি চকে এই কর্মসূচি পালন করা হল।কালা দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন,শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা।
বিধায়ক আনন্দময় বর্মন জানান, বিগত সময়ে দেশের জরুরি অবস্থার মত পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে।মানুষের গণতন্ত্র রোধ করা হচ্ছে।এই কারণেই কালা দিবস কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।