আলিপুরদুয়ার,২ জানুয়ারি: কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। বুনো হাতি জঙ্গলে পাঠাতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর।মৃতের নাম মদন দেওয়ান।
বৃহস্পতিবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে একদল বুনো হাতি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ও বনদফতরের আধিকারিকেরা।সেই সময় বুনো হাতির হানায় মদন দেওয়ান নামে ওই বনকর্মীর মৃত্যু হয়।
সূত্রের খবর, বুনো হাতির দল এখনও কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে। ঘটনাস্থলে রয়েছে বনকর্মীরা।