কালচিনি, ৬ আগস্টঃ কালচিনি ৩ নম্বর চৌপতিতে বিধায়কের কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার।
কালচিনি বিধানসভার বিজেপি বিধায়ক বিশাল লামা জানান, সর্বস্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই কার্যালয় খোলা হল।এতে সকলের সমস্যা সমাধান সম্ভব হবে।এতদিন দলীয় কার্যালয়ে বসতেন তবে অনেকেই সেখানে যেতে চাইত না।বিধায়কের কার্যালয় শুরু করার অন্যতম উদ্দেশ্য এটাই।প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টে অবধি কার্যালয়ে থাকবেন বলে জানান তিনি।